Posts

Showing posts from 2019

জুড়ীতে কাতার প্রবাসী রুমান খাঁন নিখোঁজ!

Image
জুড়ী উপজেলার দক্ষিণ গোয়ালবাড়ী এলাকার এরালিগুল গ্রামের বাসিন্দা, কাতার প্রবাসী রুমান খাঁন বেশ কিছুদিন ধরে নিখোঁজ। পারিবারিক সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রুমান খাঁন গত রোজার ঈদের ছুটি কাটাতে বাড়ি আসেন।ছুটি শেষ করে অক্টোবর মাসের শেষের দিকে তার প্রবাস যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার নিখোঁজের সংবাদ পরিবারের কেউই মেনে নিতে পারছেন না।  জুড়ী থানা, বড়লেখা থানা এবং কুলাউড়া থানায় তার নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। তার পিতা- মরহুম হাছন খাঁন মাতা- মরহুমা তয়জুন নেছা বড় ভাই- হারুন খাঁন (কাতার প্রবাসী) এছাড়া তার আরো বড় পাচঁ বোন আছেন।তার র্বতমান বয়স ২৮ বছর। যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল নাম্বারঃ বড় ভাই হারুন খাঁন- 01759286591 ভাগিনা তালিম - 01868776445 ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews  

কুলাউড়ায় "আলোর পাঠশালা"-র কার্যক্রম শুরু

Image
"কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা"-র উদ্যোগে গঠিত আলোর পাঠশালা স্কুলের কার্যক্রম শুরু হয়ে গেলো আজ শুক্রবার। আজ বিকাল ৩ টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে স্থানীয় ও অন্যান্য সকল মানুষের উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করে "আলোর পাঠশালা"।  পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা এ পাঠশালা নিয়ে স্থানীয় জনমনের মধ্যে শুরু হয়েছে অনেক উৎসাহ ও উদ্দীপনা। এ স্কুলটির মাধ্যমে পথশিশুদের প্রতিভার বিকাশ ঘটতে পারে বলে অনেকে মনে করেন। স্কুলটির শুরু থেকে কাজে অংশ নেয়া মাহফুজ হামিদ আমাদের জানান, তাদের লক্ষ্য পথশিশুরা যেনো প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত হয়। পথশিশুরা যেনো আমাদের মতো বাইরের জগৎটাও ঘুরে দেখার সুযোগ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসাসের সভাপতি হুমায়ুন কবির সাহান, বিডি ক্লিন কুলাউড়ার সদস্যসহ আরও অনেকে। এর আগে আজ শুক্রবার সকালে বিডি ক্লিন কুলাউড়ার উদ্যোগে পরিষ্কার করা হয় "আলোর পাঠশালা" স্কুল প্রাঙ্গণ। উল্লেখ্য গত কয়েক দিন আগে বিডি ক্লিন কুলাউড়া আত্নপ্রকাশ করে। তাদের উদ্যোগে কুলাউড়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য "আলোর পাঠশালা"

Image
কুলাউড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" ফেইসবুক পেজ। সম্প্রতি তাদের পরিশ্রমে পালের মোড়া সেতু এখন কুলাউড়াবাসীর অজানা নয়। এরই মধ্যে তারা পথশিশুদের পাঠদানের জন্যে  "আলোর পাঠশালা" স্কুল শুরু করতে যাচ্ছে। তাদের লক্ষ্য এই স্কুলের মাধ্যমে পথশিশুরা অন্তত প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে অবগত হোক। স্কুলটি কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্নে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে। সপ্তাহে প্রতি শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পাঠদান কার্যক্রম চলবে। আগামীতে যেনো "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" আরও ভালো উদ্যোগ নিয়ে দেশ ও দশের কল্যাণে  নিয়জিত থাকতে পারে এই কামনা।

নতুন বিকাশ এ্যাপে ফ্রি ১৫০ টাকা লুফে নিন!

Image
নতুন বিকাশ এ্যাপ এসেছে খুব বড়সড় আঙ্গিকে। নতুন এ্যাপে ইউসারদের জন্য রয়েছে অনেক অফার। সেন্ডমানি বিকাশ এ্যাপ দিয়ে এখন একদম ফ্রি। অন্যান্য সকল ট্রাঞ্জেকশন এ রয়েছে দারুন সব অফার। কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে নতুন বিকাশ এ্যাপে নতুন ইউসারদের জন্যে থাকছে ফ্রি ১৫০ টাকা। হ্যাঁ ১৫০ টাকা একজন ইউসার পাবেন ফ্রিতে। এজন্য আপনাকে নতুন বিকাশ এ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এ্যাপ ওপেন করে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।এজন্য সকল স্টেপ পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড ও ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর ৪৮ ঘন্টার মধ্যে ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে যে আপনার একাউন্ট সচল হয়েছে কি না। তারপর এ্যাপ দিয়ে একাউন্ট খুলার জন্যে আপনি পাবেন ৫০ টাকা। এখন এ্যাপে লগইন করবেন। লগইন করার জন্যে পাবেন আরও ফ্রি ৫০ টাকা। তারপর আপনি যেকোনো নাম্বার এ ২৫ টাকা ফ্লেক্সিলোড করবেন (এমন নাম্বার হতে হবে যে নাম্বারে আগে বিকাশ থেকে কোনো ফ্লেক্সিলোড করা হয় নি)। ২৫ টাকা ফ্লেক্সিলোড করার পর আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। সর্বমোটঃ ৫০+৫০+৫০ = ১৫০ টাকা। ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulaura

আজকের ডিল থেকে পন্য কিনুন সর্বোচ্চ ৭০% ডিস্কাউন্টে

Image
অনলাইনে পন্য কেনার জন্য বাংলাদেশে যে কয়টি ই-শপ আছে এর মধ্যে আজকের ডিল অন্যতম। পন্য অর্ডার এর পরের ৩ কার্যদিবসের মধ্যে দেশের যেকোনো জায়গায় তারা পন্য ডেলিভারী করতে সক্ষম। এবং তাদের এ্যাপ ব্যাবহার করে আপনি জিতে নিতে পারেন অর্থ ও।  হ্যাঁ, তাই। প্রতিদিন এ্যাপ ব্যাবহার করলেই পাবেন ফ্রি ৫ কয়েন। কোনো বন্ধুকে রেফার করলে পাবেন ৫০ কয়েন। পরবর্তীতে ১০০০ কয়েন সম্পুর্ণ হলে আপনি কয়েনকে টাকায় কনভার্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তাদের এ্যাপের মাধ্যমে আপনি কোনো পন্য সর্বোচ্চ ৭০% ডিস্কাউন্ট এ কিনতে পারবেন। এজন্য এ্যাপটি ওপেন করে স্পিন বাটন এ ক্লিক করলেই দেখে নিতে পারেন আপনার সব অফার। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews 

কুলাউড়ার দৃষ্টিনন্দন পালের মোড়া সেতু

Image
গত কয়েকমাস আগে হয়ত অনেকেরই জানা ছিলো না যে, কুলাউড়ায় এতো সুন্দর মনোমুগ্ধকর ভ্রমণের জায়গা আছে। কুলাউড়ার একদল তরুণের সম্মিলিত উদ্যোগে তাদের পরিশ্রমে এখন পালের মোড়া এই কুলাউড়া শহরে কারও অজানা নয়। বলতে পারেন কয়েক তরুণ মিলে কীভাবে একটি সেতু তৈরি করতে পারে? ব্যাপারটা মোটেও এরকম নয়। সেতু আগে থেকেই ছিলো তারা সেতুর চারপাশ পরিষ্কার করে, চারা লাগিয়ে জায়গাটাকে পুরো রঙ্গিন করে দিয়েছে।  পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কারোরই অজানা হয়ে থাকেনি। তো সেদিন আমরাও কয়েকজন মিলে চললাম পালের মোড়া সেতু দেখতে। সেতুটি ভূকশিমইল ইউনিয়নে অবস্থিত। কুলাউড়া সিএনজি স্ট্যান্ড এ যেতেই জিজ্ঞেস করলাম 'মামা, ভুকশিমইল?' - 'হো, উঠেন ' - 'মামা পালের মোড়া নামিয়ে দেবেন' - পাশ থেকে আরেকজন অট্টহাসি দিয়ে বলে উঠলেন - 'পালের মোড়া সেলফি ব্রিজ? দেখার মতো একটা জায়গা '। আমাদের প্রত্যাশার বাইরে উনি প্রশংসা করেই চললেন। সবথেকে কম খরচে নৌকা চড়ার সুযোগ পাবেন সেখানে। সেতুর চারদিকে গাছগাছালি মুগ্ধই করে তোলে সবাইকে। এই সেতুর পরিচিতি লাভ করায় মানুষের সমাগম হচ্ছে অধিক হারে। ফলে স্থানীয় মানুষদেরও জীবনযাত্রার

কুলাউড়া উপজেলায় ভোক্তা অধিকার অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা!

Image
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ব্রাক্ষণবাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ আগস্ট বুধবার  বিকাল ২:৩০ টা থেকে ৫:৩০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ এন্ড প্রকাশ হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অপরাধে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ঘিলাছড়া হোটেলকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত হোটেল নাইওরীকে ৩ হাজার টাকা, মৌলভীবাজারে রোডে অবস্থিত আনমনা বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী  রাখার অপরাধে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্য পণ্য রেখে বিক্রয়

কুলাউড়ার স্কুল চৌমুহনায় সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ | আহত ২ জনের অবস্থা আশংকাজনক

Image
কুলাউড়ার স্কুল চৌমুহনায় সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষে আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। ঘটনাটি আজ রাত ১০.০০ ঘটিকার দিকে ঘটে। সিএনজিতে ড্রাইভারসহ ৪ জন যাত্রী ছিলেন। দূর্ঘটনায় ড্রাইভারও আহত হয়েছেন বলে জানা যায়। আহত ৩ জন যাত্রীর বাড়িই হবিগঞ্জে বলে যানা যায়।    এর আগে গত জুন মাসে স্কুল চৌমুহনার প্রায় একই জায়গায় বাস দূর্ঘটনায় কুলাউড়ার ১জন মুক্তিযোদ্ধাসহ প্রায় ৪ জন যাত্রী মারা যান ।                       

'বিয়ের জন্য প্রিপেয়ার্ড নই’ চিরকুট লিখে কুলাউড়ার তরুণীর আত্নহত্যা!

Image
'আমার আব্বা, আম্মা ও ভাই আমাকে খুব আদর করেন। সবাই আমাকে ভালোবাসেন। আমার মা-বাবা আমাকে বিয়ে দিতে চাইছিলেন। আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নই। কিন্তু বিয়েতে অমত করলে আমার মা বাবা কষ্ট পাবেন। আমি আমার মা-বাবাকে কষ্ট দিতে চাই না। তাই এই পথ বেছে নিয়েছি। আমি জানি ওপারে অগ্নি চুল্লিতে আমি জ্বলবো। তবুও আমাকে সবাই মাফ করে দিয়েন।’ ঈদের ছুটিতে ঘুরে আসুন কুলাউড়ার পালের মোড়া সেতু থেকে মৌলভীবাজারের কুলাউড়ায় শারমিন আক্তার (১৭) নামে এক তরুণী আত্মহত্যার আগে চিরকুটটি লিখে যায়। সে উপজেলার হাজিপুর ইউনিয়নের কালিয়াটিলা গ্রামের লাল মিয়ার মেয়ে ও শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। চিরকুটে আরও সে লিখে, ‘আমার জীবনের ১৬টি বছর খুব সুন্দর ছিলো। কিন্তু ১৭তম বছরে অনেক কিছু ঘটে গেছে।’ সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।। এরআগে সোমবার ভোরের দিকে সে আত্মহত্যা করেছে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে সে ঘরের ফ্যানের সাথে ওড়ন

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Image
২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবার প্রথমবারের মতো কৃষিপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত (মেডিকেলের মতো একটি পরীক্ষায় শিক্ষার্থী ভর্তি) ভর্তি পরীক্ষা হবে আগামী ৩০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

Image
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট খালেদ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ২ ডাকাতকে আগ্নোয়াস্ত্রসহ ০২ আগস্ট শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাতদের ১০দিনের রিমান্ড চেয়ে শনিবার ০৩ আগস্ট মৌলভীবাজার আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাতে ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট খালেদ আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এরপর থেকে ডাকাত আটকে পুলিশি তৎপরতা চলতে থাকে। তথ্যও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সিলেট স্টেশন বাজার থেকে ডাকাতির মুলহোতা কামরুল ইসলাম খান (২৩) কে আটক করে। তার দেয়া তথ্যমতে হবিগঞ্জের আউশকান্দি থেকে আব্দুস সাত্তার ওরফে রাজ (২৬) কে আটক করা হয়। আটককৃতদের দেয়া জবানবন্দিতে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র শর্টগান, ৪ রাউন্ড গুলি ও অনেকগুলো স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক কামরুল ইসলাম খান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের ইউছুফ খান ওরফে সাদ্দামের পুত্র। তার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা রযেছে। আটক আব্দু

ঢাবিতে ভর্তির আবেদন শুরু, বাড়ল ফি

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন-প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হয়েছে। সব ইউনিটে ভর্তির আবেদন ফি এবার ১০০ টাকা বেড়েছে। আগামী ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে অনলাইন ভর্তি আবেদন-প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান ৷ এবারের ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিকের সঙ্গে লিখিত অংশও থাকবে ৷ বিগত বছরগুলোতে আবেদন ফি ৩৫০ টাকা থাকলেও এবার তা ৪৫০ টাকা করা হয়েছে ৷ পাঁচটি ইউনিটের অধীনে এবার মোট আসনসংখ্যা ৭ হাজার ১১৮টি ৷ এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৯৫, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে ৷ রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা অথবা রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। ২৮ আগস্ট বিকেল চারটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্

কাউন্টারে তালা, টিকিট ছাড়া ট্রেনে উঠে বিপাকে যাত্রীরা

Image
নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছে টিকিটের জন্য কাউন্টারে জড়ো হন যাত্রীরা। টিকিট কাটতে গিয়ে দেখেন, কাউন্টারে তালা, ভেতরে নেই কোনো টিকিট বিক্রেতা। ট্রেন চলে আসায় বাধ্য হয়ে টিকিট ছাড়াই ট্রেনে ওঠেন তাঁরা। গন্তব্যে পৌঁছানোর পর বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকাল শনিবার গভীর রাতে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অন্তত পাঁচজন যাত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনে করে সিলেট যাওয়ার জন্য শনিবার দিবাগত রাত পৌনে চারটায় কুলাউড়া রেলস্টেশনে যান তাঁরা। আগে থেকেই কাউন্টারের সামনে আরও ১০-১৫ জন যাত্রী টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কাউন্টারের সামনে গিয়ে দেখা যায়, ভেতরে বাতি জ্বলছে, পাখা ঘুরছে, কিন্তু কোনো টিকিট বিক্রেতা নেই। দরজার বাইরে ঝুলছে তালা। টিকিট বিক্রেতার খোঁজ করতে স্টেশন মাস্টারের কক্ষে গেলে কোনো সদুত্তর দিতে পারেননি পয়েন্টম্যান আবদুল খালিক। এ সময় ট্রেন চলে এলে বাধ্য হয়েই ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। কিন্তু সিলেট পৌঁছানোর পর ভোগান্তিতে পড়তে হয় এই যাত্রীদের। বিনা টিকিট

শ্রীমঙ্গলে `দুধ রাজা'র দাম ৬ লাখ টাকা!

Image
২০ মন ওজনের একটি গরুর দেখা মিলেছে শ্রীমঙ্গলের একটি খামারে। যার নাম দুধ রাজা। প্রতিদিন এই গরুটি দেখতে উপজেলার কালাপুর ইউনিয়নের  সিরাজনগর গ্রামে ভীড় করছে উৎসুক জনতা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই খামারি হলিষ্টীন ফ্রিজিয়ান বিদেশী জাতের  ১০০পারসেন্ট দেশী শংকর জাতী একটি গরু প্রায় আড়াই বছর ধরে  লালনপালন করে বর্তমানে গরুটির ওজন ২০ মন।  এই পবিত্র ঈদে যদি উপযুক্ত দাম পান তাহলে এটি বিক্রি করতে পারেন। দুধ রাজার দাম জানতে চাইলে খামারি রাজু মিয়া বলেন, ‘আমি তো ৬ লক্ষ টাকা দাম চাইছি।’ তিনি বলেন, ‘আমি ২ বছর ৬ মাস ধরে এই গরুটি লালন পালন করছি। সাধারণত একটি গরুর পিছনে হালাল খাদ্য, প্রাকৃতিক ঘাস ও লেবারসহ প্রতি মাসে ১০/১৫ হাজার টাকা খরচ হয়। এই গরুটির মা’ ৪০ লিটার দুধ দিতো। বলতে গেলে সবটুকুন দুধ তাকে খাইয়েছি। এমনকি এখনো দুধ দিলে দুধ খায়। তাই শখ করে তার নাম দিয়েছি দুধ রাজা।  তিনি আরো বলেন, গরুটিকে আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই। মোটাতাজা করতে কোনো প্রকার ইনজেকশন কিংবা ক্ষতিকর কোনো পদ্ধতি ব্যবহার করি না। আমার খামারে দেশী শংকর জাতীর একটিই ষাঁড় গরু দুধরাজ।  খামারি আব্দুল মতিন রাজু উপজেলার কালাপুর এলাকার সির

বিশ্বকাপ ফাইনালের ৪ রান ফিরিয়ে নিতে বলেননি স্টোকস

Image
বিশ্বকাপ ফাইনালের সেই ৪টি রান নিয়ে শুরুতে বেন স্টোকস কিছু বলেননি। কথাটা আগ বাড়িয়ে বলেছিলেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ এ পেসার দাবি করেছিলেন, ওভার থ্রো থেকে আসা সেই ৪ রান বেন স্টোকস ফিরিয়েই দিতে চেয়েছিলেন! স্টোকস নাকি আম্পায়ারকে গিয়ে বলেও ছিলেন ৪ রান ফিরিয়ে নিতে! অ্যান্ডারসনের এ দাবি পরে অস্বীকার করেন আম্পায়ার কুমার ধর্মসেনা। আর এবার স্টোকস নিজেই জানালেন, আম্পায়ারকে তিনি ৪ রান ফিরিয়ে নেওয়ার কথা বলেননি। বিসির এক অনুষ্ঠানে বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্ত নিয়ে কথা বলেছেন স্টোকস। ‘সবকিছুই দেখেছি। ভাবছি, কথাটা (৪ রান ফিরিয়ে নেওয়ার কথা) বলেছিলাম কি না? বুকে হাত রেখে বলতে পারি, আম্পায়ারের কাছে গিয়ে এমন কিছু বলিনি,’ বলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রাখা স্টোকস। ইংল্যান্ডের হয়ে এখন অ্যাশেজের প্রস্তুতি নিচ্ছেন এ অলরাউন্ডার। আজ থেকে এজবাস্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনালই হয়েছে এবার। নির্ধারিত ১০০ ওভারে ম্যাচ টাই, এরপর সুপার ওভারেও টাই। শেষ পর্যন্ত বাউন্ডারি নিয়মে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সে ম্যাচে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে ওভ