কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য "আলোর পাঠশালা"

কুলাউড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" ফেইসবুক পেজ। সম্প্রতি তাদের পরিশ্রমে পালের মোড়া সেতু এখন কুলাউড়াবাসীর অজানা নয়।
এরই মধ্যে তারা পথশিশুদের পাঠদানের জন্যে  "আলোর পাঠশালা" স্কুল শুরু করতে যাচ্ছে। তাদের লক্ষ্য এই স্কুলের মাধ্যমে পথশিশুরা অন্তত প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে অবগত হোক। স্কুলটি কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্নে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে। সপ্তাহে প্রতি শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পাঠদান কার্যক্রম চলবে।
আগামীতে যেনো "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" আরও ভালো উদ্যোগ নিয়ে দেশ ও দশের কল্যাণে  নিয়জিত থাকতে পারে এই কামনা।

Comments

Popular posts from this blog

কুলাউড়ার স্কুল চৌমুহনায় সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ | আহত ২ জনের অবস্থা আশংকাজনক

কুলাউড়ার দৃষ্টিনন্দন পালের মোড়া সেতু

জুড়ীতে কাতার প্রবাসী রুমান খাঁন নিখোঁজ!