নতুন বিকাশ এ্যাপে ফ্রি ১৫০ টাকা লুফে নিন!

নতুন বিকাশ এ্যাপ এসেছে খুব বড়সড় আঙ্গিকে। নতুন এ্যাপে ইউসারদের জন্য রয়েছে অনেক অফার। সেন্ডমানি বিকাশ এ্যাপ দিয়ে এখন একদম ফ্রি। অন্যান্য সকল ট্রাঞ্জেকশন এ রয়েছে দারুন সব অফার।
কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে নতুন বিকাশ এ্যাপে নতুন ইউসারদের জন্যে থাকছে ফ্রি ১৫০ টাকা। হ্যাঁ ১৫০ টাকা একজন ইউসার পাবেন ফ্রিতে।
এজন্য আপনাকে নতুন বিকাশ এ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এ্যাপ ওপেন করে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।এজন্য সকল স্টেপ পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড ও ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর ৪৮ ঘন্টার মধ্যে ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে যে আপনার একাউন্ট সচল হয়েছে কি না।
তারপর এ্যাপ দিয়ে একাউন্ট খুলার জন্যে আপনি পাবেন ৫০ টাকা। এখন এ্যাপে লগইন করবেন। লগইন করার জন্যে পাবেন আরও ফ্রি ৫০ টাকা। তারপর আপনি যেকোনো নাম্বার এ ২৫ টাকা ফ্লেক্সিলোড করবেন (এমন নাম্বার হতে হবে যে নাম্বারে আগে বিকাশ থেকে কোনো ফ্লেক্সিলোড করা হয় নি)। ২৫ টাকা ফ্লেক্সিলোড করার পর আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক।
সর্বমোটঃ ৫০+৫০+৫০ = ১৫০ টাকা।

ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews

Comments

Popular posts from this blog

কুলাউড়ার স্কুল চৌমুহনায় সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ | আহত ২ জনের অবস্থা আশংকাজনক

জুড়ীতে কাতার প্রবাসী রুমান খাঁন নিখোঁজ!

'বিয়ের জন্য প্রিপেয়ার্ড নই’ চিরকুট লিখে কুলাউড়ার তরুণীর আত্নহত্যা!