কুলাউড়ায় "আলোর পাঠশালা"-র কার্যক্রম শুরু

"কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা"-র উদ্যোগে গঠিত আলোর পাঠশালা স্কুলের কার্যক্রম শুরু হয়ে গেলো আজ শুক্রবার। আজ বিকাল ৩ টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে স্থানীয় ও অন্যান্য সকল মানুষের উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করে "আলোর পাঠশালা"। 
পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা এ পাঠশালা নিয়ে স্থানীয় জনমনের মধ্যে শুরু হয়েছে অনেক উৎসাহ ও উদ্দীপনা। এ স্কুলটির মাধ্যমে পথশিশুদের প্রতিভার বিকাশ ঘটতে পারে বলে অনেকে মনে করেন।
স্কুলটির শুরু থেকে কাজে অংশ নেয়া মাহফুজ হামিদ আমাদের জানান, তাদের লক্ষ্য পথশিশুরা যেনো প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত হয়। পথশিশুরা যেনো আমাদের মতো বাইরের জগৎটাও ঘুরে দেখার সুযোগ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসাসের সভাপতি হুমায়ুন
কবির সাহান, বিডি ক্লিন কুলাউড়ার সদস্যসহ আরও অনেকে।
এর আগে আজ শুক্রবার সকালে বিডি ক্লিন কুলাউড়ার উদ্যোগে পরিষ্কার করা হয় "আলোর পাঠশালা" স্কুল প্রাঙ্গণ। উল্লেখ্য গত কয়েক দিন আগে বিডি ক্লিন কুলাউড়া আত্নপ্রকাশ করে। তাদের উদ্যোগে কুলাউড়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কুলাউড়ার স্কুল চৌমুহনায় সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ | আহত ২ জনের অবস্থা আশংকাজনক

কুলাউড়ার দৃষ্টিনন্দন পালের মোড়া সেতু

জুড়ীতে কাতার প্রবাসী রুমান খাঁন নিখোঁজ!