জুড়ীতে কাতার প্রবাসী রুমান খাঁন নিখোঁজ!

জুড়ী উপজেলার দক্ষিণ গোয়ালবাড়ী এলাকার এরালিগুল গ্রামের বাসিন্দা, কাতার প্রবাসী রুমান খাঁন বেশ কিছুদিন ধরে নিখোঁজ। পারিবারিক সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রুমান খাঁন গত রোজার ঈদের ছুটি কাটাতে বাড়ি আসেন।ছুটি শেষ করে অক্টোবর মাসের শেষের দিকে তার প্রবাস যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার নিখোঁজের সংবাদ পরিবারের কেউই মেনে নিতে পারছেন না। 
জুড়ী থানা, বড়লেখা থানা এবং কুলাউড়া থানায় তার নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে।
তার পিতা- মরহুম হাছন খাঁন
মাতা- মরহুমা তয়জুন নেছা
বড় ভাই- হারুন খাঁন (কাতার প্রবাসী)
এছাড়া তার আরো বড় পাচঁ বোন আছেন।তার র্বতমান বয়স ২৮ বছর।

যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
মোবাইল নাম্বারঃ বড় ভাই হারুন খাঁন- 01759286591 ভাগিনা তালিম - 01868776445

ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews  

Comments

Popular posts from this blog

কুলাউড়ার স্কুল চৌমুহনায় সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ | আহত ২ জনের অবস্থা আশংকাজনক

'বিয়ের জন্য প্রিপেয়ার্ড নই’ চিরকুট লিখে কুলাউড়ার তরুণীর আত্নহত্যা!