Posts

জুড়ীতে কাতার প্রবাসী রুমান খাঁন নিখোঁজ!

Image
জুড়ী উপজেলার দক্ষিণ গোয়ালবাড়ী এলাকার এরালিগুল গ্রামের বাসিন্দা, কাতার প্রবাসী রুমান খাঁন বেশ কিছুদিন ধরে নিখোঁজ। পারিবারিক সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রুমান খাঁন গত রোজার ঈদের ছুটি কাটাতে বাড়ি আসেন।ছুটি শেষ করে অক্টোবর মাসের শেষের দিকে তার প্রবাস যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার নিখোঁজের সংবাদ পরিবারের কেউই মেনে নিতে পারছেন না।  জুড়ী থানা, বড়লেখা থানা এবং কুলাউড়া থানায় তার নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। তার পিতা- মরহুম হাছন খাঁন মাতা- মরহুমা তয়জুন নেছা বড় ভাই- হারুন খাঁন (কাতার প্রবাসী) এছাড়া তার আরো বড় পাচঁ বোন আছেন।তার র্বতমান বয়স ২৮ বছর। যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল নাম্বারঃ বড় ভাই হারুন খাঁন- 01759286591 ভাগিনা তালিম - 01868776445 ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews  

কুলাউড়ায় "আলোর পাঠশালা"-র কার্যক্রম শুরু

Image
"কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা"-র উদ্যোগে গঠিত আলোর পাঠশালা স্কুলের কার্যক্রম শুরু হয়ে গেলো আজ শুক্রবার। আজ বিকাল ৩ টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে স্থানীয় ও অন্যান্য সকল মানুষের উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করে "আলোর পাঠশালা"।  পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা এ পাঠশালা নিয়ে স্থানীয় জনমনের মধ্যে শুরু হয়েছে অনেক উৎসাহ ও উদ্দীপনা। এ স্কুলটির মাধ্যমে পথশিশুদের প্রতিভার বিকাশ ঘটতে পারে বলে অনেকে মনে করেন। স্কুলটির শুরু থেকে কাজে অংশ নেয়া মাহফুজ হামিদ আমাদের জানান, তাদের লক্ষ্য পথশিশুরা যেনো প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত হয়। পথশিশুরা যেনো আমাদের মতো বাইরের জগৎটাও ঘুরে দেখার সুযোগ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসাসের সভাপতি হুমায়ুন কবির সাহান, বিডি ক্লিন কুলাউড়ার সদস্যসহ আরও অনেকে। এর আগে আজ শুক্রবার সকালে বিডি ক্লিন কুলাউড়ার উদ্যোগে পরিষ্কার করা হয় "আলোর পাঠশালা" স্কুল প্রাঙ্গণ। উল্লেখ্য গত কয়েক দিন আগে বিডি ক্লিন কুলাউড়া আত্নপ্রকাশ করে। তাদের উদ্যোগে কুলাউড়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য "আলোর পাঠশালা"

Image
কুলাউড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" ফেইসবুক পেজ। সম্প্রতি তাদের পরিশ্রমে পালের মোড়া সেতু এখন কুলাউড়াবাসীর অজানা নয়। এরই মধ্যে তারা পথশিশুদের পাঠদানের জন্যে  "আলোর পাঠশালা" স্কুল শুরু করতে যাচ্ছে। তাদের লক্ষ্য এই স্কুলের মাধ্যমে পথশিশুরা অন্তত প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে অবগত হোক। স্কুলটি কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্নে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে। সপ্তাহে প্রতি শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পাঠদান কার্যক্রম চলবে। আগামীতে যেনো "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" আরও ভালো উদ্যোগ নিয়ে দেশ ও দশের কল্যাণে  নিয়জিত থাকতে পারে এই কামনা।

নতুন বিকাশ এ্যাপে ফ্রি ১৫০ টাকা লুফে নিন!

Image
নতুন বিকাশ এ্যাপ এসেছে খুব বড়সড় আঙ্গিকে। নতুন এ্যাপে ইউসারদের জন্য রয়েছে অনেক অফার। সেন্ডমানি বিকাশ এ্যাপ দিয়ে এখন একদম ফ্রি। অন্যান্য সকল ট্রাঞ্জেকশন এ রয়েছে দারুন সব অফার। কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে নতুন বিকাশ এ্যাপে নতুন ইউসারদের জন্যে থাকছে ফ্রি ১৫০ টাকা। হ্যাঁ ১৫০ টাকা একজন ইউসার পাবেন ফ্রিতে। এজন্য আপনাকে নতুন বিকাশ এ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এ্যাপ ওপেন করে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।এজন্য সকল স্টেপ পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড ও ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর ৪৮ ঘন্টার মধ্যে ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে যে আপনার একাউন্ট সচল হয়েছে কি না। তারপর এ্যাপ দিয়ে একাউন্ট খুলার জন্যে আপনি পাবেন ৫০ টাকা। এখন এ্যাপে লগইন করবেন। লগইন করার জন্যে পাবেন আরও ফ্রি ৫০ টাকা। তারপর আপনি যেকোনো নাম্বার এ ২৫ টাকা ফ্লেক্সিলোড করবেন (এমন নাম্বার হতে হবে যে নাম্বারে আগে বিকাশ থেকে কোনো ফ্লেক্সিলোড করা হয় নি)। ২৫ টাকা ফ্লেক্সিলোড করার পর আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। সর্বমোটঃ ৫০+৫০+৫০ = ১৫০ টাকা। ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulaura...

আজকের ডিল থেকে পন্য কিনুন সর্বোচ্চ ৭০% ডিস্কাউন্টে

Image
অনলাইনে পন্য কেনার জন্য বাংলাদেশে যে কয়টি ই-শপ আছে এর মধ্যে আজকের ডিল অন্যতম। পন্য অর্ডার এর পরের ৩ কার্যদিবসের মধ্যে দেশের যেকোনো জায়গায় তারা পন্য ডেলিভারী করতে সক্ষম। এবং তাদের এ্যাপ ব্যাবহার করে আপনি জিতে নিতে পারেন অর্থ ও।  হ্যাঁ, তাই। প্রতিদিন এ্যাপ ব্যাবহার করলেই পাবেন ফ্রি ৫ কয়েন। কোনো বন্ধুকে রেফার করলে পাবেন ৫০ কয়েন। পরবর্তীতে ১০০০ কয়েন সম্পুর্ণ হলে আপনি কয়েনকে টাকায় কনভার্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তাদের এ্যাপের মাধ্যমে আপনি কোনো পন্য সর্বোচ্চ ৭০% ডিস্কাউন্ট এ কিনতে পারবেন। এজন্য এ্যাপটি ওপেন করে স্পিন বাটন এ ক্লিক করলেই দেখে নিতে পারেন আপনার সব অফার। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews 

কুলাউড়ার দৃষ্টিনন্দন পালের মোড়া সেতু

Image
গত কয়েকমাস আগে হয়ত অনেকেরই জানা ছিলো না যে, কুলাউড়ায় এতো সুন্দর মনোমুগ্ধকর ভ্রমণের জায়গা আছে। কুলাউড়ার একদল তরুণের সম্মিলিত উদ্যোগে তাদের পরিশ্রমে এখন পালের মোড়া এই কুলাউড়া শহরে কারও অজানা নয়। বলতে পারেন কয়েক তরুণ মিলে কীভাবে একটি সেতু তৈরি করতে পারে? ব্যাপারটা মোটেও এরকম নয়। সেতু আগে থেকেই ছিলো তারা সেতুর চারপাশ পরিষ্কার করে, চারা লাগিয়ে জায়গাটাকে পুরো রঙ্গিন করে দিয়েছে।  পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কারোরই অজানা হয়ে থাকেনি। তো সেদিন আমরাও কয়েকজন মিলে চললাম পালের মোড়া সেতু দেখতে। সেতুটি ভূকশিমইল ইউনিয়নে অবস্থিত। কুলাউড়া সিএনজি স্ট্যান্ড এ যেতেই জিজ্ঞেস করলাম 'মামা, ভুকশিমইল?' - 'হো, উঠেন ' - 'মামা পালের মোড়া নামিয়ে দেবেন' - পাশ থেকে আরেকজন অট্টহাসি দিয়ে বলে উঠলেন - 'পালের মোড়া সেলফি ব্রিজ? দেখার মতো একটা জায়গা '। আমাদের প্রত্যাশার বাইরে উনি প্রশংসা করেই চললেন। সবথেকে কম খরচে নৌকা চড়ার সুযোগ পাবেন সেখানে। সেতুর চারদিকে গাছগাছালি মুগ্ধই করে তোলে সবাইকে। এই সেতুর পরিচিতি লাভ করায় মানুষের সমাগম হচ্ছে অধিক হারে। ফলে স্থানীয় মানুষদেরও জীবনযাত্রার...

কুলাউড়া উপজেলায় ভোক্তা অধিকার অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা!

Image
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ব্রাক্ষণবাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ আগস্ট বুধবার  বিকাল ২:৩০ টা থেকে ৫:৩০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ এন্ড প্রকাশ হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অপরাধে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ঘিলাছড়া হোটেলকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত হোটেল নাইওরীকে ৩ হাজার টাকা, মৌলভীবাজারে রোডে অবস্থিত আনমনা বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী  রাখার অপরাধে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্...