Posts

Showing posts from September, 2019

কুলাউড়ায় "আলোর পাঠশালা"-র কার্যক্রম শুরু

Image
"কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা"-র উদ্যোগে গঠিত আলোর পাঠশালা স্কুলের কার্যক্রম শুরু হয়ে গেলো আজ শুক্রবার। আজ বিকাল ৩ টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে স্থানীয় ও অন্যান্য সকল মানুষের উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করে "আলোর পাঠশালা"।  পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা এ পাঠশালা নিয়ে স্থানীয় জনমনের মধ্যে শুরু হয়েছে অনেক উৎসাহ ও উদ্দীপনা। এ স্কুলটির মাধ্যমে পথশিশুদের প্রতিভার বিকাশ ঘটতে পারে বলে অনেকে মনে করেন। স্কুলটির শুরু থেকে কাজে অংশ নেয়া মাহফুজ হামিদ আমাদের জানান, তাদের লক্ষ্য পথশিশুরা যেনো প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত হয়। পথশিশুরা যেনো আমাদের মতো বাইরের জগৎটাও ঘুরে দেখার সুযোগ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসাসের সভাপতি হুমায়ুন কবির সাহান, বিডি ক্লিন কুলাউড়ার সদস্যসহ আরও অনেকে। এর আগে আজ শুক্রবার সকালে বিডি ক্লিন কুলাউড়ার উদ্যোগে পরিষ্কার করা হয় "আলোর পাঠশালা" স্কুল প্রাঙ্গণ। উল্লেখ্য গত কয়েক দিন আগে বিডি ক্লিন কুলাউড়া আত্নপ্রকাশ করে। তাদের উদ্যোগে কুলাউড়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য "আলোর পাঠশালা"

Image
কুলাউড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" ফেইসবুক পেজ। সম্প্রতি তাদের পরিশ্রমে পালের মোড়া সেতু এখন কুলাউড়াবাসীর অজানা নয়। এরই মধ্যে তারা পথশিশুদের পাঠদানের জন্যে  "আলোর পাঠশালা" স্কুল শুরু করতে যাচ্ছে। তাদের লক্ষ্য এই স্কুলের মাধ্যমে পথশিশুরা অন্তত প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে অবগত হোক। স্কুলটি কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্নে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে। সপ্তাহে প্রতি শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পাঠদান কার্যক্রম চলবে। আগামীতে যেনো "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" আরও ভালো উদ্যোগ নিয়ে দেশ ও দশের কল্যাণে  নিয়জিত থাকতে পারে এই কামনা।

নতুন বিকাশ এ্যাপে ফ্রি ১৫০ টাকা লুফে নিন!

Image
নতুন বিকাশ এ্যাপ এসেছে খুব বড়সড় আঙ্গিকে। নতুন এ্যাপে ইউসারদের জন্য রয়েছে অনেক অফার। সেন্ডমানি বিকাশ এ্যাপ দিয়ে এখন একদম ফ্রি। অন্যান্য সকল ট্রাঞ্জেকশন এ রয়েছে দারুন সব অফার। কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে নতুন বিকাশ এ্যাপে নতুন ইউসারদের জন্যে থাকছে ফ্রি ১৫০ টাকা। হ্যাঁ ১৫০ টাকা একজন ইউসার পাবেন ফ্রিতে। এজন্য আপনাকে নতুন বিকাশ এ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এ্যাপ ওপেন করে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।এজন্য সকল স্টেপ পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড ও ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর ৪৮ ঘন্টার মধ্যে ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে যে আপনার একাউন্ট সচল হয়েছে কি না। তারপর এ্যাপ দিয়ে একাউন্ট খুলার জন্যে আপনি পাবেন ৫০ টাকা। এখন এ্যাপে লগইন করবেন। লগইন করার জন্যে পাবেন আরও ফ্রি ৫০ টাকা। তারপর আপনি যেকোনো নাম্বার এ ২৫ টাকা ফ্লেক্সিলোড করবেন (এমন নাম্বার হতে হবে যে নাম্বারে আগে বিকাশ থেকে কোনো ফ্লেক্সিলোড করা হয় নি)। ২৫ টাকা ফ্লেক্সিলোড করার পর আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। সর্বমোটঃ ৫০+৫০+৫০ = ১৫০ টাকা। ফেইসবুকে আমাদের সাথে যুক্ত হোন - www.facebook.com/kulaura...

আজকের ডিল থেকে পন্য কিনুন সর্বোচ্চ ৭০% ডিস্কাউন্টে

Image
অনলাইনে পন্য কেনার জন্য বাংলাদেশে যে কয়টি ই-শপ আছে এর মধ্যে আজকের ডিল অন্যতম। পন্য অর্ডার এর পরের ৩ কার্যদিবসের মধ্যে দেশের যেকোনো জায়গায় তারা পন্য ডেলিভারী করতে সক্ষম। এবং তাদের এ্যাপ ব্যাবহার করে আপনি জিতে নিতে পারেন অর্থ ও।  হ্যাঁ, তাই। প্রতিদিন এ্যাপ ব্যাবহার করলেই পাবেন ফ্রি ৫ কয়েন। কোনো বন্ধুকে রেফার করলে পাবেন ৫০ কয়েন। পরবর্তীতে ১০০০ কয়েন সম্পুর্ণ হলে আপনি কয়েনকে টাকায় কনভার্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তাদের এ্যাপের মাধ্যমে আপনি কোনো পন্য সর্বোচ্চ ৭০% ডিস্কাউন্ট এ কিনতে পারবেন। এজন্য এ্যাপটি ওপেন করে স্পিন বাটন এ ক্লিক করলেই দেখে নিতে পারেন আপনার সব অফার। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হোন - www.facebook.com/kulauralivenews